Thank you for trying Sticky AMP!!

ঢাকার গরুর হাটে ব্যাংক শাখা খোলা রাখার পরামর্শ

বাংলাদেশ ব্যাংক

ঈদের আগে তিন দিন রাজধানীর গরুর হাটের পাশের ব্যাংক শাখা খোলা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু খোলা রাখা নয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় কোরবানির গরুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীগণ তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন (৯,১০ ও ১১ আগস্ট) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করা হলো। এ সময়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।