Thank you for trying Sticky AMP!!

দাবির মুখে বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পুনর্বণ্টন

বাংলাদেশ ব্যাংক

কর্মকর্তাদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে মানবসম্পদ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন গভর্নর ফজলে কবির। তাঁর পরিবর্তে আরেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে মানবসম্পদ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে এ পরিবর্তন আনা হয়।

এর আগে আজ সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা। বিক্ষোভ শেষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এবং বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাকার নেতারা গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেন।

সেখানে আহমেদ জামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। অভিযোগের কোনোটিই আর্থিক নয়, তাঁর আচরণসংক্রান্ত। মানবসম্পদ বিভাগ তাঁর অধীনে থাকায় এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন কর্মকর্তারা, বিশেষ করে সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে। নির্বাহী পরিচালক পদে থাকার সময়ও মানবসম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

এ নিয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিভাগের দায়িত্ব পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। গভর্নর আজ পরিবর্তনে অনুমোদন দিয়েছেন।’ তবে আন্দোলনের কারণেই এ পরিবর্তন কি না, তা নিশ্চিত করেননি সিরাজুল ইসলাম।

এ নিয়ে ডেপুটি গভর্নর আহমেদ জামালের বক্তব্য জানতে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।