Thank you for trying Sticky AMP!!

দেশে ব্যাটারিচালিত গাড়ি তৈরির উদ্যোগ

দেশেই তৈরি হবে পরিবেশবান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত টু হুইলার, থ্রি হুইলার ও ফোর হুইলার (সেডান, জিপ, মিনিট্রাক ও মাইক্রোবাস) গাড়ি। এ জন্য চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ একর জমির ওপরে কারখানা করবে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কোম্পানি। এটি হবে যৌথ উদ্যোগ।

রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেডের এক প্রতিনিধি দল এ কথা জানায়। এ সময় কাজী মো. আমিনুল ইসলাম তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির আশা করছেন, দেশের বাজারে এসব যানবাহন আগামী মার্চ-এপ্রিল থেকে পাওয়া যাবে। বিডা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।