Thank you for trying Sticky AMP!!

#পৃথিবীবদলেযাক, পর্ব-২

নারীর প্রতি সহিংসতা রোধে ইউএন উইমেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৬ দিনব্যাপী কর্মসূচি উদ্‌যাপন করেছে বেরসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। ব্র্যাক এবার এই প্রতিবাদী কর্মসূচির শিল্পমাধ্যম হিসেবে ব্যবহার করে কার্টুন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, এই কর্মসূচিতে ব্র্যাকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের বেশ কিছু কার্টুনিস্ট। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন এবং শিল্পের তুলিতে ফুটিয়ে তুলছেন নিজেদের প্রতিবাদ। নারীর প্রতি অন্যায় দেখা মাত্র যাঁর যাঁর অবস্থান থেকে উচিত নীরবতা ভেঙে মুখ খোলা, প্রতিবাদ করা এবং পাশে দাঁড়ানো। অন্যের জন্য অপেক্ষা না করে আমরা যদি এগিয়ে যাই, তবেই আসবে পরিবর্তন। আমাদের একটি ছোট পদক্ষেপ অনুপ্রাণিত করতে পারে অনেককেই।

তরুণ এবং মেধাবী কার্টুনিস্ট ঐশিক জাওয়াদ এঁকেছেন #পৃথিবীবদলেযাক সিরিজের দ্বিতীয় কার্টুন। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পাশে থাকুন আপনিও।

#পৃথিবীবদলেযাক

আরও পড়ুন...

#পৃথিবীবদলেযাক