Thank you for trying Sticky AMP!!

#পৃথিবীবদলেযাক, শেষ পর্ব

নারীর প্রতি সহিংসতা রোধে পরিবর্তন প্রয়োজন মানুষের মানসিকতার। সচেতন মানুষ মাত্রই বোঝেন সহিংসতা ঘটে থাকে নারীর উপস্থিতির কারণে নয়, বরং নারীদের নিয়ে কিছু ভুল ধারণা মনে পুষে রাখার জন্য। সমাজের মানসিকতা পরিবর্তনে যাঁর যাঁর অবস্থান থেকে পুরুষদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, ব্র্যাকের কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কার্টুন আঁকছেন দেশের বিভিন্ন কার্টুনিস্ট। আমরা যদি আমাদের চারপাশে খোলা মন নিয়ে একটু তাকাই, নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে সবকিছু দেখি এবং চিন্তাগুলো নতুন করে সাজাই তবেই পরিবর্তন সম্ভব।

তরুণ কার্টুনিস্ট মাহাতাব রশীদ এঁকেছেন #পৃথিবীবদলেযাক সিরিজের তৃতীয় কার্টুন। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পাশে থাকুন আপনিও।

প্রসঙ্গত, নারীর প্রতি সহিংসতা রোধে ইউএন উইমেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৬ দিনব্যাপী কর্মসূচি উদ্‌যাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। ব্র্যাক এবার এই প্রতিবাদী কর্মসূচির শিল্পমাধ্যম হিসেবে ব্যবহার করে কার্টুন।

আরও পড়ুন...

#পৃথিবীবদলেযাক, পর্ব-২
#পৃথিবীবদলেযাক