Thank you for trying Sticky AMP!!

পোশাকশ্রমিকদের উন্নয়নে ইউনিলিভার ও বিজিএমইএর চুক্তি সই

ইউনিলিভার বাংলাদেশ ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে চুক্তি সই হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের পোশাকশ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে বেসরকারি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি আগামী তিন বছর ১০ লক্ষাধিক পোশাকশ্রমিকের কল্যাণে কাজ করবে।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ডিসেম্বর ইউনিলিভার ও বিজিএমইএর মধ্যে যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি সই হয়। ইউনিলিভারের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে এবং বিজিএমইএর পক্ষে সভাপতি রুবানা হক চুক্তিতে সই করেন।

এই চুক্তি সইয়ের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে একসঙ্গে কাজ করবে।