Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রীর তহবিলে বিএবির ১৪৮ কোটি টাকা

করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় আজ রোববার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা দিয়েছে দেশের ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সমিতিটি আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টাকার মধ্যে ১৫ কোটি টাকা দিয়েছে ন্যাশনাল ব্যাংক। আর পুরোনো অন্য ব্যাংকগুলো দিয়েছে ৫ কোটি টাকা করে ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো দিয়েছে ২০ লাখ টাকা করে। এর বাইরে আল আরাফা ইসলামী ব্যাংক তাদের সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতনের সমপরিমাণ ৮৩ লাখ ১৮ হাজার টাকা দিয়েছে।

এ ছাড়া করোনা সংকট মোকাবিলায় আজ ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আপৎকালীন প্রণোদনার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিএবি।