Thank you for trying Sticky AMP!!

একটু ফ্রেশ চিন্তা করুন, মোবাইলে হাত না রেখে ভালোবাসার হাতটা ধরুন

চারদিকে ছোটাছুটি, সবাই ব্যস্ত, দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে সব। এর মাঝে কোথায় যেন আমাদের রোজকার অনুভূতিগুলো, ভালোবাসার প্রকাশগুলো হয়ে পড়েছে অনেক বেশি যান্ত্রিক। যান্ত্রিক এ জন্য না যে আমরা ভার্চ্যুয়ালি সময় পার করছি, যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছি। সমস্যা সেখানেই গিয়ে বাধে, যখন ভার্চ্যুয়াল জগৎকেই রিয়েলিটি ভেবে বসি; যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে গণ্য করি। যখন আমরা সামনে থাকা প্রিয়জনকেও অবজ্ঞা করে বসি। প্রিয় মানুষের চোখে না তাকিয়ে, হাতে হাত না রেখে মোবাইলের ভার্চ্যুয়াল জগতে ব্যস্ত হয়ে পড়ি। নীল-সাদা, বেগুনি জগতে খুঁজে বেড়াই ভালোবাসা।

এই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সম্প্রতি ‘ফ্রেশ মানেই সুন্দর’ চিন্তায় মেরিল মিল্ক সোপ বার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে চমৎকার ওয়েব ভিডিও তৈরি করেছে ‘লাইক.লাভ.শেয়ার’। এখানে এক যুগলের ভালোবাসার গল্প বলা হয়েছে। প্রথম থেকে আমরা খুদে বার্তার (মেসেজ) মাধ্যমে তাঁদের ভালোবাসায় ভরপুর আলাপ, অভিব্যক্তি দেখতে পাই। প্রতীক্ষা একে অন্যকে দেখার। একপর্যায়ে দুজনের দেখা করার সময় আসে। কিন্তু ভালোবাসার মুহূর্তে তাঁরা একে অন্যের দিকে না তাকিয়ে, হাতে হাত না রেখে নিজেদের ভার্চ্যুয়াল জগতেই ব্যস্ত হয়ে পড়েন। দর্শকের জন্য পুরো বিষয়টি হয়ে যায় চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়ার মতো। আসলেই আমরা কি হারিয়ে যাচ্ছি না ভার্চ্যুয়াল রিয়েলিটিতে? গল্পটির মতো আমরাও বলতে চাই, মোবাইলে বুঁদ না থেকে প্রিয়জনকে সময় দিন। মোবাইল কিংবা এই ভার্চ্যুয়াল আসক্তি যেন কেড়ে না নেয় আমাদের অনুভূতিগুলোকে।