Thank you for trying Sticky AMP!!

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জের বরাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ছবি: প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকালে দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আগামী সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরাব এলাকায় অবস্থিত অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়। তাঁরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শিল্প পুলিশ-৪ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। আগামী সোমবার মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।