Thank you for trying Sticky AMP!!

বিএসটিআই মান পরীক্ষায় উত্তীর্ণ ফ্রেশ গুঁড়া হলুদ

বিএসটিআই পণ্যমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া হলুদ। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পণ্যমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া হলুদ। গত ৩০ মে বিএসটিআইয়ের পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে।

বিএসটিআই উল্লেখ করেছে, গত ১৫ মে পুনরায় ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া হলুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফ্রেশ ব্র্যান্ডের ফ্রেশ গুঁড়া হলুদ কৃতকার্য হওয়ায় লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে ফ্রেশ গুঁড়া হলুদ বিক্রিতে কোনো পর্যায়ে কোনো বাধা থাকল না।