Thank you for trying Sticky AMP!!

বিশ্ববাজারে আবার কমলো তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১২ শতাংশ। ছবি: রয়টার্স

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উৎপাদন কমাতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি হবে। এরপর বিশ্ববাজারে কিছুটা বাড়ে তেলের দাম। তবে সেই চুক্তির বিষয়টি স্থগিত হয়ে যাওয়ায় আজ সোমবার আবার কমেছে দাম।বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ অপরিশোধিত তেলের দাম কমেছে ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রভিত্তিক তেলের দাম কমেছে ১০ শতাংশ।
গত এক মাস ধরেই তেলের দাম নিয়ে `মূল্যযুদ্ধ' চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও রাশিয়া। করোনাভাইরাসের কারনে বিশ্বের একটা বড় অংশ লকডাউনে রয়েছে। বেশির ভাগ দেশই উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় অপরিশোধিত তেলের জোগান চাহিদার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। ফলে তেলের দাম হু হু করে কমেছে বিশ্ববাজারে। সম্প্রতি প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ২২ দশমিক ৫৮ ডলার। যা ছিল ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন দাম। তবে উৎপাদন কমাতে একটা চুক্তিতে যাচ্ছে সৌদি আরব ও রাশিয়া এমন খবরে গত বৃহস্পতিবার বিশ্ববাজারে ২০ শতাংশ পর্যন্ত তেলের দাম বাড়ে। প্রতি ব্যারেল ২৬ ডলার হয়। ওই চুক্তি স্থগিত হয়ে যাওয়ার খবরে আজ আবার কমেছে দাম।