Thank you for trying Sticky AMP!!

বিসিক শিল্পনগরে সার্ভিস চার্জ ৩ মাস স্থগিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরের কারখানার সব ধরণের সার্ভিস চার্জ আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে সংস্থাটি। আজ শনিবার বিসিকের এক অফিস আদেশে এ কথা বলা হয়।

বিসিক জানিয়েছে, করোনাভাইরাস ঠেকাতে সাধারণ ছুটির কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশের শিল্পায়নের ধারাকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিসিক শিল্পনগরে অবস্থিত সকল শিল্প ইউনিটের ২০১৯ সালে বর্ধিত সার্ভিস চার্জসহ অন্যান্য চার্জ আদায় আগামী তিন মাস স্থগিত থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বিসিক জানায়, সারাদেশে বিসিকের ৭৬ টি শিল্পনগর রয়েছে। শিল্পনগরের কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালকদের বলা হয়েছে।

বিসিক শিল্পনগরের কারখানা থেকে তিন ধরণের সার্ভিস চার্জ নিয়ে থাকে। এ গুলো হলো ভূমি উন্নয়ন ফি, পানির বিল এবং শিল্পনগরের রাস্তা ঘাট, ড্রেনেজ, কালভার্ট (অবকাঠামো ও ইউটিলিটি) জন্য সার্ভিস বিল।