Thank you for trying Sticky AMP!!

ব্লিসের তৃতীয় সংস্করণ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্লিসের এবারের স্লোগান ‘ফিউচার প্রুফ সোর্সিং’। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) ব্লিসের (বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো) তৃতীয় সংস্করণ উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী প্রদর্শনীটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩০ অক্টোবর শুরু হয়ে ২ নভেম্বর শেষ হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্প খাতের বৃহত্তম এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।

ব্লিস ২০১৯ একটি গুরুত্বপূর্ণ ম্যাচমেকিং ট্রেড প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্লিসের এবারের স্লোগান ‘ফিউচার প্রুফ সোর্সিং’। ব্লিস ২০১৯ প্রদর্শনীর মূল উদ্দেশ্য বৈশ্বিক সাপ্লাই চেইন ম্যাপে উচ্চ মূল্য সংযোজনসম্পন্ন চামড়াজাত পণ্য ও পাদুকার ক্ষেত্রে ফিউচার প্রুফ সোর্সিং ডেসটিনেশন হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং ব্র্যান্ডিং করা।

প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীর জন্য কোনো প্রবেশ ফি লাগবে না।