Thank you for trying Sticky AMP!!

ভ্যাট রিটার্ন নিতে সীমিত পরিসরে অফিস খোলা থাকবে

ভ্যাট রিটার্ন নিতে সীমিত পরিসরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ের ভ্যাট অফিস খোলা থাকবে। আজ শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। তাই ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এদিকে ৯ এপ্রিল জরিমানা ছাড়া ভ্যাট রিটার্নের জন্য নির্ধারিত সময় বাড়াতে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অনুরোধ করে চিঠি দিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।