Thank you for trying Sticky AMP!!

মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ছবি: সংগৃহীত

গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ পদক দেওয়া হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পদক প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিএফআরআইয়ের পক্ষে এ পদক গ্রহণ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

মার্কেন্টাইল ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননার জন্য নির্বাচিতরা হলেন শিক্ষায় ড. তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, শিল্প ও বাণিজ্যে আাবুল কাশেম, ক্রীড়ায় মো. মোশাররফ হোসেন খান। পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারস্বরূপ দুই ভরি ওজনের স্বর্ণপদক, তিন লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।