Thank you for trying Sticky AMP!!

যুক্তরাজ্যে ব্যবসা বাণিজ্যে দেড় লাখ বাংলাদেশি

যুক্তরাজ্যে ব্যবসা–বাণিজ্যে জড়িত রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেড় লাখ উদ্যোক্তা। এসব উদ্যোক্তা যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় পাঁচ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫৩ হাজার কোটি টাকা) অবদান রাখছেন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকেরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চান।

গতকাল বুধবার সকালে নগরের আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু হলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ইউকে–বাংলাদেশ কেটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) সভাপতি বজলুর রশিদ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নেও কাজ করছেন তাঁরা।

তিনি যুক্তরাজ্যপ্রবাসীদের দেশে ওষুধ, সিরামিক্স, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যে বিনিয়োগ করার আহ্বান জানান । দুই দেশের বেসরকারি খাতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় ইউকেবিসিসিআই–এর ২২ সদস্যের প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন আনোয়ার বাবুল, রহিম মিয়া, অলি খান প্রমুখ। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, নবনির্বাচিত পরিচালক এস এম আবু তৈয়ব সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বক্তব্য দেন।