Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে শুরু হলো থাই মেলা

রাজধানীর সোনারগাঁও হোটেলে থাই পণ্যের চার দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে গতকাল বিভিন্ন স্টলে ক্রেতা–দর্শনার্থীরা ভিড় করেন l ছবি: প্রথম আলো

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে থাই মেলা। আজ বুধবার থেকে এ মেলা শুরু হয়েছে। ‘টপ থাই ব্র্যান্ড’ নামের এ মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন। ১৮তম এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। থাইল্যান্ডের প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান থাইল্যান্ড থেকে পণ্য আমদানি করে তারাও এখানে অংশ নেবে। মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়।

মেলায় স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, কাপড়চোপড়, অন্তর্বাস, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, শিশুপণ্য ও সজ্জাসংক্রান্ত পণ্য পাওয়া যাবে।

বিচিত্র সেবা ও পণ্য প্রদর্শনীর পাশাপাশি এ মেলায় থাকছে থাই খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল ও থাই শিল্পীদের পরিবেশনায় ক্ল্যাসিক্যাল ডান্স শো।

বাণিজ্য সম্প্রসারণের মধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করে থাকে থাই সরকার। বিজ্ঞপ্তি