Thank you for trying Sticky AMP!!

লালমনিরহাটে ৫২ পণ্য বিকিকিনি বন্ধে মাইকিং

উচ্চ আদালতে ক্ষতিকারক বিবেচনায় নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য ক্রয়–বিক্রয় না করতে সচেতনতা সৃষ্টিতে লালমনিরহাট শহরে মাইকিং হয়েছে। আজ সোমবার লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই মাইকিং হয়। কাল মঙ্গলবারও মাইকিং করা হবে।

সকাল থেকে লালমনিরহাট শহরে মাইকিং করে নিষিদ্ধঘোষিত ওই পণ্যের নাম ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম প্রচার করা হচ্ছে। এসব পণ্য ক্রয় ও বিক্রয় না করতে ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, জেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে এসব পণ্যের একটিও পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে চেম্বার ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হবে না।

লালমনিরহাট চেম্বারের সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক বলেন, ব্যবসায়ী সমাজের সুনাম রক্ষা এবং সৎ ব্যবসার স্বার্থেই এই মাইকিং করা হচ্ছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরের সময় নিষিদ্ধঘোষিত এসব পণ্য কিনে মানুষ যাতে প্রতারিত না হন, এ জন্য লালমনিরহাট জেলা প্রশাসনের অনুরোধে চেম্বার এই মাইকিং করার সিদ্ধান্ত নেয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. শফিউল আরিফ বলেন, গত রোববার লালমনিরহাট জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে চেম্বারকে পদক্ষেপ নিতে বলা হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা ক্রয় করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১৩টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। যার মধ্যে ৫২টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ভেজাল পণ্যগুলো হলো সিটি অয়েলের সরিষার তেল, গ্রিন বি¬চিংয়ের সরিষার তেল, শমনমের সরিষার তেল, বাংলাদেশ এডিবল অয়েলের সরিষার তেল, কাশেম ফুডের চিপস, আরা ফুডের ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার, মিজান ড্রিংকিং ওয়াটার, মর্ন ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার, আরার ডিউ ড্রিংকিং ওয়াটার, দিঘি ড্রিংকিং ওয়াটার, প্রাণের লাচ্ছা সেমাই, ডুডলি নুডলস, শান্ত ফুডের সফট ড্রিংক পাউডার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার, ড্যানিশের হলুদগুঁড়া, প্রাণের হলুদগুঁড়া, ফ্রেশের হলুদগুঁড়া, এসিআইর ধনিয়াগুঁড়া, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, বনলতার ঘি, পিওর হাটহাজারী মরিচগুঁড়া, মিষ্টিমেলা লাচ্ছা সেমাই, মধুবনের লাচ্ছা সেমাই, মিঠাইর লাচ্ছা সেমাই, অয়েল ফুডের লাচ্ছা সেমাই, এসিআইর আয়োডিনযুক্ত লবণ, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, কিংয়ের ময়দা, রূপসার দই, মক্কার চানাচুর, মেহেদীর বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘি, নিশিতা ফুডসের সুজি, মঞ্জিলের হলুদগুঁড়া, মধুমতির আয়োডিনযুক্ত লবণ, সান ফুডের হলুদগুঁড়া, গ্রিন লেনের মধু, কিরণের লাচ্ছা সেমাই, ডলফিনের মরিচগুঁড়া, ডলফিনের হলুদগুঁড়া, সূর্যের মরিচগুঁড়া, জেদ্দার লাচ্ছা সেমাই, অমৃতের লাচ্ছা সেমাই, দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ, মদীনার আয়োডিনযুক্ত লবণ, নুরের আয়োডিনযুক্ত লবণ।