Thank you for trying Sticky AMP!!

শাফিউজ্জামান ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক

ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শাফিউজ্জামান। ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শাফিউজ্জামান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।

ব্যাংক এশিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শাফিউজ্জামান উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৫ সালে ব্যাংক এশিয়ায় যোগ দেন। এরপর ব্যাংকের করপোরেট অ্যান্ড লার্জ লোন বিভাগের কার্যভার গ্রহণ করেন।

১৯৯৪ সালে তৎকালীন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমান ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড) এক্সিকিউটিভ পদে যোগদানের মাধ্যমে শাফিউজ্জামানের কর্মজীবন শুরু হয়। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডের বিভিন্ন বিভাগে ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করেন।

শাফিউজ্জামান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতায় ১৩ বছর ঢাকার বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে করপোরেট অ্যাসেট মার্কেটিং, ক্রেডিট অ্যান্ড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। শাফিউজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ করেছেন।