Thank you for trying Sticky AMP!!

শুধু এক জায়গায় বহির্বিশ্বের সঙ্গে মিল নেই: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশের অর্থনীতি শক্তিশালী হলে পুঁজিবাজার শক্তিশালী হতে বাধ্য। কিন্তু আমাদের এখানে সেটা ঘটে না। আমি জানি না কেন। আমাদের সবদিকেই ভালো। শুধু এক জায়গায় বহির্বিশ্বের সঙ্গে কোনো মিল নেই।’

সচিবালয়ে আজ বুধবার সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

শেয়ারবাজার নিচের দিকে যাচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে প্রথম ঘণ্টায় যখন দাম বাড়ে, তখন যারা বিনিয়োগ করে, তারা এর ফল পায়। পরে আবার যখন দাম কমে যায়, তখন এটাকে বলা হয় সেই দিনের স্থিতি। কে জিতলেন, আর কে হারলেন, এ ব্যাপারে নিজেদের মনকে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি।

টানা সূচক পড়তে থাকলে সমস্যা বাড়বে কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। কেউ আয় করবেন, কেউ লোকসান করবেন। দুটি একসঙ্গে হবে না। সরকারের দায়িত্ব হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। যাঁরা অপরাধ করবেন, তাঁদের শাস্তির আওতায় নিয়ে আসতে নিয়ন্ত্রক সংস্থা আছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশে এক হাজার সূচক থেকে শূন্যতে এলেও বিএসইসির মতো সংস্থার চেয়ারম্যানকে কেউ গালি দেবে না, মারতেও যাবে না। রাস্তায় গাড়িও ভাঙবে না কেউ।’

যে শেয়ারগুলো বাজারে আসে, সেগুলো নিয়ে কেউ কারসাজি করে কি না, মুনাফা হওয়ার পরও তা ঘোষণা না দিয়ে কেউ পকেটে নেয় কি না—এসব বিষয় দেখতে হবেও বলে মনে করেন মুস্তফা কামাল।