Thank you for trying Sticky AMP!!

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় নাকিব স্পিনিং কারখানার ফটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার বেলা তিনটা থেকে ক্ষুব্ধ শ্রমিকরা মাওনা- শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আগামীকাল বৃহস্পতিবার বেতন দেওয়া হবে, এমন আশ্বাসে শ্রমিকেরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অবরোধ তুলে নেন।

কারখানার শ্রমিকেরা জানান, তাঁদের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন গতকাল মঙ্গলবার পর্যন্ত পরিশোধ করেনি কর্তৃপক্ষ। অথচ দেশের এমন পরিস্থিতিতে তাঁদের চরম অর্থকষ্টে ভুগতে হচ্ছে। শ্রমিকদের ভাষ্য, সরকারি নির্দেশনা থাকার পরও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে গড়িমসি করছে। ১৫ তারিখ সকালের মধ্যেই বেতন পরিশোধ করার কথা ছিল।
শ্রমিকেরা জানান, সীমিত আকারে কারখানার কাজ চলমান আছে। শ্রমিকদের অধিকাংশেরই মোবাইল লেনদেনের অ্যাকাউন্ট নেই। তাই বেতনের টাকা হাতে হাতে দেওয়ার কথা ছিল। যথাসময়ে বেতন না পাওয়ায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে মাওনা- শ্রীপুর সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে সন্ধ্যায়ে টেলিফোনে জানান, কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করবে, এই আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর কারখানা এলাকা শান্ত হয়।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।