Thank you for trying Sticky AMP!!

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য রমজানে ইফতার আয়োজন করেছিল লাফস গ্যাস

লাফস গ্যাস পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে মসজিদ-মাদ্রাসায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছিল। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

লাফস গ্যাস পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে মসজিদ-মাদ্রাসায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছে।

সম্প্রতি লাফস গ্যাস বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লাফস গ্যাস বাংলাদেশ তাঁদের সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিতদের জন্য এ বছর দেশের বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করে। সারা দেশে মোট ৪০টি স্থানে ইফতারের আয়োজন করা হয়। কেউ যেন ইফতারে অনাহারে না থাকে, এমন প্রয়াসেই এ আয়োজনের করে লাফস গ্যাস। ক্ষণিকের জন্য হলেও সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে লাফস গ্যাসের এ উদ্যোগ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এশিয়া মহাদেশের এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাফস গ্যাস অন্যতম। দেশব্যাপী শক্তিশালী ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে মোংলা বন্দরে অবস্থিত নিজস্ব টার্মিনাল থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ করে দেশের বাজারে দৃঢ় অবস্থান তৈরি করেছে লাফস গ্যাস বাংলাদেশ।