Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালানো যাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালানো যাবে। শিল্পকারখানা বন্ধের সিদ্ধান্ত সরকার থেকে আসেনি। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী সংগঠনের নেতা, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনীপ্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে এক সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা কারখানা চালাতে চান, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে কারাখানা চালাবেন।’

মন্ত্রী বলেন, ‘পোশাক কারখানার জন্য যে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা দান নয়। এটি ২ শতাংশ সুদে দেওয়া হয়েছে। সেটা সময়ের ব্যবধানে পরিশোধ করতে হবে। কীভাবে তা শ্রমিকদের কাছে দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’