Thank you for trying Sticky AMP!!

১৩ পণ্যের লাইসেন্স বাতিল করল বিএসটিআই

বিএসটিআই

১৩টি পণ্যের মান সনদ (সার্টিফিকেশন মার্কস বা সিএম লাইসেন্স) বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি বলছে, পরিদর্শন দলের মাধ্যমে খোলাবাজার থেকে নমুনা কিনে পরীক্ষা করে এসব পণ্য মান অনুযায়ী পাওয়া যায়নি।

নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া উৎপাদনকারী এসব পণ্য উৎপাদন ও বিপণন করতে পারবে না। পাশাপাশি সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতারা পণ্যগুলো বিক্রি করতে পারবে না।
বিএসটিআই ওই সব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার অনুরোধ করেছে এবং ভোক্তাদের তা না কেনার পরামর্শ দিয়েছে।

পণ্যগুলো হলো আকিজ ফুডের ফার্মফ্রেশ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবলের শক্তি ও কিচেনা এবং এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের সেফ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল (সুপরিচিত এ কে খান গ্রুপের সঙ্গে এই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই), বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের লবণ, জনতা সল্ট মিলের নজরুল ব্র্যান্ডের লবণ, জে কে ফুডের মদিনা লাচ্ছা সেমাই, মডার্ন কসমেটিকসের মডার্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম, জিএম কেমিক্যালের জিএম স্কিন ক্রিম, নিউ চট্টলার অ্যারাবিয়ান স্পেশাল ঘি, রেভেন ফুডের রেভেন লাচ্ছা সেমাই এবং খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর।