Thank you for trying Sticky AMP!!

২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এআইআইবি

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে ২৫ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা। আজ বৃহষ্পতিবার এআইআইবি বোর্ড এই অর্থ ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এআইআইবির বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাজেট সহায়তা প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় না। সরকার এই টাকা বাজেটের যেকােনাে খাতে খরচ করতে পারে।

এআইআইবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট সহায়তার এই টাকা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কল্যাণে খরচ করা হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছেন। এসব বেকার মানুষকে সহায়তা দেওয়া হবে। রপ্তানি খাতে কাজ করা নারী শ্রমিকেরাও সহায়তা পাবেন।

এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ডি জে পানডিয়ান বলেন, কোভিড সংকটে এআইআইবি এর ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে সহায়তা করছে। এর অংশ হিসেবে বাংলাদেশকে এই সহায়তা দেওয়া হচ্ছে।