Thank you for trying Sticky AMP!!

৯ দিনে ৯২ কোটি ডলার প্রবাসী আয়

ডলার

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও ঈদের আগে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন ঘটেছে। চলতি মাসের প্রথম ৯ দিনে (১ থেকে ৯ মে) প্রবাসী বাংলাদেশিরা ৯১ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৮১১ কোটি টাকা। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৪ হাজার ৪২৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এপ্রিল মাসে প্রবাসীরা ২০৬ কোটি ৭০ লাখ ডলারের আয় পাঠিয়েছিলেন, যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে দেশে ১০৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

সরকারের ২ শতাংশের সঙ্গে বেশ কয়েকটি ব্যাংক বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিচ্ছে। আবার বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি প্রবাসী আয় এলে সরকারি ২ শতাংশের সঙ্গে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা মিলছে। এ কারণে সব মিলিয়ে বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে।

ব্যাংকাররা বলছেন, বিদেশ থেকে জাকাতের টাকা আসছে, আবার কেউ কেউ অনুদানও পাঠাচ্ছেন। এই কারণে ঈদের আগে ভালো আয় আসছে। প্রবাসী আয় বিতরণে এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহৃত হচ্ছে। ফলে বিতরণ আগের চেয়ে সহজ হয়েছে।