Thank you for trying Sticky AMP!!

'নগদ' এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। গতকাল শনিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। আজ রোববার নগদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি ২০২০, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। স্মরণ করতে পারি ২৬ মার্চ ’১৯ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ।’ পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১০ মাসের পথ চলায় ‘নগদ’এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ।