Thank you for trying Sticky AMP!!

ব্যক্তির করমুক্ত আয়সীমা চার লাখ করার প্রস্তাব এফবিসিসিআইয়ের

বক্তব্য দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন

ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। একই সঙ্গে করপোরেট কর কমানো ও এই করের শর্ত শিথিল করার দাবিও জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৩তম সভায় এই দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। সভাটি যৌথভাবে আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।

মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। এ পর্যায়ে মানুষের জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বেড়েছে। সেই বিবেচনায় ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা থেকে বৃদ্ধি করে চার লাখ টাকা করা দরকার।

এফবিসিসিআই আরও বলছে, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পেলে রিটার্ন জমা দেওয়ায় মানুষ উৎসাহিত হবেন। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। এ সময় সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় করপোরেট কর কমানো ও শর্ত শিথিল করার দাবিও জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।