Thank you for trying Sticky AMP!!

রাজস্ব আদায়ে ঘাটতি ১১ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ে গতি নেই। এখনো করোনার প্রভাব অব্যাহত রয়েছে। ব্যবসা-বাণিজ্য সচল হতে শুরু করলেও আগের মতো চাঙাভাব নেই। ফলে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না। অর্থবছরের প্রথম দুই মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। এমনকি গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় এবার ৫০ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছেন শুল্ক-কর কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসে ৩০ হাজার ১৬৩ কোটি টাকা শুল্ক-কর আদায় হয়েছে। এই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৯৪৭ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১০ হাজার ৭৮৫ কোটি টাকা।

করোনার কারণে এখনো রাজস্ব আদায় স্বাভাবিক পর্যায়ে আসেনি। অথচ চলতি ২০২০-২১ অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। ফলে এনবিআরকে গতবারের চেয়ে ৫০ শতাংশের বেশি রাজস্ব আদায় করতে হবে।