Thank you for trying Sticky AMP!!

সব ব্যাংক মিলেও দাম কমানো সম্ভব নয়

সেলিম আর এফ হোসেন

ডলারের যে সংকট চলছে, তা শিগগিরই কাটবে না। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধসহ নানা সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব পদক্ষেপের প্রভাব পড়তে আরও এক-দুই মাস, এমনকি তিন মাসও লেগে যেতে পারে। সমস্যা হলো, এত পদক্ষেপের পরও ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচা শুরু হচ্ছে না। এটা চালু হলে ডলারের দামের অস্থিরতা অনেকটা কেটে যেত।

এই সংকটে বিদেশি রেমিট্যান্স হাউসগুলো ভালো ব্যবসা করছে। তারা অনেক দামে ডলার বিক্রি করছে। জরুরি আমদানি দায় মেটাতে বাধ্য হয়ে ব্যাংকগুলো এই ডলার কিনছে। ফলে চাইলেও সব ব্যাংক মিলে এই দাম কমানো সম্ভব নয়। কারণ, আমদানি দায় মেটাতে ব্যাংক বাধ্য। আমদানি বিল মেটাতে তাই আমাদের ডলার কিনতেই হচ্ছে। যদি ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচা হতো, তাহলে এই বাজারে স্বচ্ছতা আসত। জানা যেত, কোন ব্যাংক কী দামে ডলার বিক্রি করছে।

এখন ডলারের বাইরে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে লেনদেনের বিষয়টি আলোচনা হচ্ছে। তবে বড় পরিসরে এটা সম্ভব নয়। সীমিত আকারে হতে পারে। যদিও তা ডলারের সংকট মেটাতে খুব বেশি কাজে দেবে বলে মনে হয় না।


সেলিম আর এফ হোসেন

চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ