Thank you for trying Sticky AMP!!

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী ছানাউল হক

কাজী ছানাউল হক

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাংকার কাজী ছানাউল হক। তিন বছরের জন্য তাঁকে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে প্রজ্ঞাপনের কপি পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ছানাউল হক ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন। এর আগে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

এর আগে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন। ২০১৫ সালের ৩০ মার্চ মনজুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। দুই মেয়াদে ছয় বছর চেয়ারম্যান পদে ছিলেন তিনি। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাংসদ। তাঁর আগে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আহমেদ আল কবির।

আহমেদ আল কবিরের সময় ব্যাংকটির বিভিন্ন ঋণ নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে, যা আদায় করা কঠিন হয়ে পড়েছে। তবে ব্যাংকটি এখন গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোর সঙ্গে বিভিন্ন সিন্ডিকেট ঋণে যুক্ত হচ্ছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক।