Thank you for trying Sticky AMP!!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত মঙ্গলবার প্রথম আলোর অর্থ-বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ভুয়া রপ্তানিতে লোপাট ১৯০ কোটি টাকা’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে এস এম করপোরেশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর হাসান এক প্রতিবাদপত্রে বলেছেন, ‘এস এম করপোরেশনের নাম অপ্রাসঙ্গিকভাবে এই প্রতিবেদনে এসেছে। পাঁচ মাস ধরে তারা রূপালী ব্যাংকের মাধ্যমে ব্যবসা করছে। তারা মাছ, ঝুট, ধানের কুঁড়া রপ্তানি করে আসছে। ইতিমধ্যে ৫৬টি বিলের মাধ্যমে রপ্তানি করেছে, এর মধ্যে ২৩টি বিল নগদায়ন হয়েছে। ৩৩টি বিল নগদায়ন প্রক্রিয়াধীন। এস এম করপোরেশন কোনোভাবে কোনো অনিয়ম, জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমাদের ভুয়া কোনো রপ্তানি বিল নেই, আগেও ছিল না।’

প্রতিবেদকের বক্তব্য: রূপালী ব্যাংকের খুলনার শামস বিল্ডিং শাখায় কয়েকজন গ্রাহকের রপ্তানি বিল জালিয়াতি নিয়ে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। শাখাটির কয়েকজন গ্রাহকের ভুয়া রপ্তানি বিল কিনে আর্থিক ক্ষতিতে পড়েছে ব্যাংকটি। এর বাইরে এস এম করপোরেশনের রপ্তানি বিল প্রত্যাবাসনে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের নামটি এসেছে। নির্ধারিত সময়ে রপ্তানি বিলের অর্থ না আসা ব্যাংকিং নিয়মবহির্ভূত। এখন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক এসব বিল দ্রুত প্রত্যাবাসন হওয়ার আশা প্রকাশ করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে প্রতিবেদনে কোম্পানিটির নাম প্রকাশিত হয়নি।