Thank you for trying Sticky AMP!!

এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আনল স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রবি

এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকদের উদ্ভাবনী সেবা প্রদানের লক্ষ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড

এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকদের উদ্ভাবনী সেবা প্রদানের লক্ষ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর ফলে স্মার্ট অ্যানালিটিকস, ডেটা সায়েন্স এবং ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রে তাদের চলমান পার্টনারশিপ আরও গতিশীল হবে।  

রাজধানীতে রবির করপোরেট অফিসে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যান্ড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় যৌথভাবে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সলিউশনের মাধ্যমে গ্রাহকদের আরও আকর্ষণীয় সেবা প্রদানের প্রতিশ্রুতি জানিয়েছেন তাঁরা।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এন্টারপ্রাইজ বিজনেস গ্রাহকেরা দেশ এবং দেশের বাইরে তাঁদের ব্যবসা সম্প্রসারিত করছেন। এর ফলে তাঁদের ব্যবসার ধরনে একটা পরিবর্তন এসেছে এবং তাঁদের চাহিদাও পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রথাগত অফারগুলো এই চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি হিসেবে আমরা গর্বিত যে ডিজিটাল প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের নতুন নতুন চাহিদা পূরণে সমর্থ হচ্ছি। এ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসায় আমাদের কাজ আরও সহজ হয়েছে।’
নাসের এজাজ বিজয় বলেন, ‘আমাদের গ্রাহকদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের প্রয়োজন এমন একটি ইকোসিস্টেম, যার মাধ্যমে আমরা নতুন নতুন সলিউশন, আইডিয়া এবং ব্যবসায়িক মডেল আনতে পারব। এ ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের আরও মানসম্মত সেবা প্রদানে সহায়তা করার জন্য রবিকে ধন্যবাদ।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, এন্টারপ্রাইজ বিজনেসর ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার নাফিজ আহমেদ সাইদ, কি-অ্যাকাউন্ট ম্যানেজার তাসকিনা ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব কার্ডস সোহেল আলিম, হেড অব আনসিকিউরড প্রডাক্টস তৌফিক ইমাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি