Thank you for trying Sticky AMP!!

ডিজিটাল উপস্থিতি বাড়াতে বিজিএমইএর সঙ্গে সেরাইর বিশেষ উদ্যোগ

ডিজিটাল উপস্থিতি বাড়াতে বিজিএমইএর সঙ্গে সেরাইর বিশেষ উদ্যোগ

বিশ্ববাজারে বৃহৎ শেয়ার পেতে পোশাক প্রস্তুতকারকদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি দেশের রপ্তানি খাতের শীর্ষ স্থানীয়দের জন্য ডিজিটাল প্রোফাইল তৈরির উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে এইচএসবিসির সেরাই লিমিটেড।  

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্যোগটি স্থানীয় প্রস্তুতকারকদের বিনা খরচে ঢাকার ডিজিটাল এজন্সিগুলোর সঙ্গে যুক্ত করে দেবে, যারা ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মার্কেটিং অ্যাসেট তৈরি করে দেবে। সেরাই ও বিজিএমইএ বিশ্বাস করে, যদি স্থানীয় প্রস্তুতকারকেরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য, সামর্থ্য ও পরিচয় তুলে ধরতে পারেন, তাহলে তৈরি পোশাক রপ্তানির বিশ্ববাজারে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা রয়েছে।  

অনলাইনে শক্তিশালী ও কার্যকর অবস্থান তৈরির জন্য এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রমোশনাল অ্যাসেট, যেমন পণ্য, সুযোগ-সুবিধা, কাপড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমের ভিডিও এবং ছবি তৈরি করে দেবে। ডিজিটাল অ্যাসেট তৈরির পাশাপাশি সেরাইর প্ল্যাটফর্মে অনলাইন প্রোফাইল তৈরিতে কপিরাইট সহায়তাও দেবে এসব এজেন্সি।

ডিজিটাল উপস্থিতি বাড়াতে বিজিএমইএর সঙ্গে সেরাইর বিশেষ উদ্যোগ

এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘দ্রুত ফিডব্যাক প্রদান ও আমাদের পরামর্শ বাস্তবায়ন সুবিধা নিয়ে একেবারে প্রতিষ্ঠার সময় থেকেই আমরা সেরাইর প্ল্যাটফর্মে যুক্ত আছি। ক্রেতাদের জন্য আমাদের সক্ষমতাসহ প্রয়োজনীয় যেসব তথ্য শেয়ার করে থাকি, আমাদের সেরাই প্রোফাইল তার সবই এখন একজায়গায় দেখিয়ে দেয়।’

সেরাই লিমিটেডের সিইও ভিভেক রামচন্দ্র বলেন, পোশাকের বাজারে বাংলাদেশের জন্য বড় শেয়ার লাভের অনেক বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যা ডিজিটালাইজেশনের মাধ্যমেই অর্জন করা সম্ভব।

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘বৃহৎ পরিসরে ই-এনগেজমেন্ট বিস্তৃত করার পথে এইচএসবিসি ও সেরাইকে আমরা আমাদের পাশে চাই। কেননা, এই মুহূর্তে আমাদের জন্য এটাই সবচেয়ে জরুরি।’

এনভয় টেক্সটাইল, ডিবিএল গ্রুপ, ভিয়েলাটেক্সসহ এরই মধ্যে ২৫০টির বেশি বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। সেরাইর ফ্রি ডিজিটাল প্রোফাইল তৈরির সেবাটি পেতে আগ্রহী যেকোনো টেক্সটাইল ও গার্মেন্ট ম্যানুফেকচারার এখানে সাইনআপ করতে পারে অথবা নিচের কিউআর কোডটি স্ক্যান করে নিতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.seraitrade.com