Thank you for trying Sticky AMP!!

হিরো মোটোকর্পের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

একক পথচলার ১০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে হিরো। ৯ আগস্ট পর্যন্ত যেকোনো হিরো মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এ মূল্য ছাড় পাবেন।

প্রথমে ১৯৮৪ সালে যৌথভাবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ২০১১ সালে এককভাবে হিরো মোটরসাইকেল নামে মোটরসাইকেল বাজারজাত শুরু করে প্রতিষ্ঠানটি।

এই ১০ বছরের পথচলায় ভালোবাসা ও সহযোগিতা দিয়ে হিরো পরিবারের পাশে থাকায় ক্রেতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিরো বিশ্বব্যাপী উন্নত মোটরসাইকেল ও স্কুটার ডিজাইনের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছে। আর জ্বালানি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বাহন হিসেবে বিশ্বের কোটি কোটি মানুষের স্বীকৃতি পেয়েছে হিরো।

হিরোর গবেষণা কেন্দ্র উত্তর ভারতের জয়পুরে অবস্থিত। রেসিং ট্র্যাকসহ বিশ্বের অন্যতম বৃহৎ টু-হুইলারের এই গবেষণা সেন্টারে পণ্যের নকশা, পরীক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সাত শতাধিক প্রকৌশলী নিরলসভাবে কাজ করে চলেছেন।

হিরোর আটটি পরিবেশবান্ধব কারখানা রয়েছে। এর মধ্যে ছয়টি ভারতে, একটি কলম্বিয়াতে ও আরেকটি বাংলাদেশে।