Thank you for trying Sticky AMP!!

হৃদরোগীদের জন্য ফ্রি চিকিৎসা পরামর্শ কার্যক্রম শুরু হচ্ছে

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ঢাকা ও চট্টগ্রাম শাখায় একযোগে শুরু হচ্ছে হৃদরোগীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ কার্যক্রম। মঙ্গলবার বো বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। কার্যক্রমের আওতায় উপস্থিত হৃদরোগীরা ‘হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’ বিষয়ে বিনা মূল্যে সাওলের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পরামর্শ পাবেন।

Science And Art Of Living- SAAOLপদ্ধতিতে বিনা রিং, বিনা অপারেশনে হার্টব্লকের চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জীবন যাপন পদ্ধতি পরিবর্তনের দ্বারা হৃদরোগীরা সুস্থ হতে পারবেন। জনস্বার্থে আয়োজিত কার্যক্রমটি ঢাকা সেন্টার থেকে সোমবার সকাল ৮টায় উদ্বোধন করেন সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান।

আগ্রহী হৃদরোগীদের যথাসময়ে উপস্থিত হতে আহ্বান জানানো হচ্ছে। তথ্যসূত্র: বিজ্ঞপ্তি