Thank you for trying Sticky AMP!!

ডায়াবেটিসের নতুন ওষুধ নিয়ে এল নভো নরডিস্ক

ডায়াবেটিস রোগের নতুন ওষুধ বাজারে এনেছে নভো নরডিস্ক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের পাশাপাশি ডেনমার্কের রাষ্ট্রদূতসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নেতারাও। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে

দেশে ডায়াবেটিস চিকিৎসায় সপ্তাহে একবার ব্যবহারের উপযোগী নতুন এক ওষুধ এসেছে বাজারে। এই ওষুধের মলিকিউয়ের নাম ‘সিমাগ্লুটাইড’। দেড় এমএল ও তিন এমএল পরিমাপের এই ওষুধের খুচরা দাম পড়বে ১৪ হাজার ২৫৯ টাকা।

রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে এই ওষুধ বাজারজাত করার কথা জানানো হয়। টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় ওষুধটি বাংলাদেশের বাজারে এনেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, সপ্তাহে একবার সিমাগ্লুটাইড ব্যবহারে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, শরীরের ওজন কমানো ও হৃদ্‌যন্ত্র ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখবে, যা ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় এক অনন্য সংযোজন।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন বলেন, ডায়াবেটিস রোগের জন্য গবেষণামূলক ও উদ্ভাবনী ওষুধ আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে নভো নরডিস্ক। বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের জন্য ভালো মানের চিকিৎসাপণ্য বাজারে আনার বিষয়টি সন্তোষজনক।

ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, সচেতন না হলে ডায়াবেটিস রোগ ভালো হয় না। পাশাপাশি ওষুধও প্রয়োজন।

অনুষ্ঠানে বলা হয়, ডায়াবেটিস ব্যবস্থাপনায় পরিমিত খাদ্য ও নিয়মিত শারীরিক অনুশীলনের পাশাপাশি সিমাগ্লুটাইড ইনজেকশনটি অন্যান্য ওষুধের সঙ্গে নেওয়া যাবে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ১০ হাজার রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেশের বাজারে সিমাগ্লুটাইড আনা হয়েছে। দেখা গেছে, ডায়াবেটিসের চিকিৎসায় অন্যান্য ওষুধের তুলনায় সিমাগ্লুটাইড আরও কার্যকরভাবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে আনে এবং শরীরের ওজন কমাতে সহায়তা করে।