Thank you for trying Sticky AMP!!

শিল্পকারখানা চালু থাকবে, তবে বিপণিবিতান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে আবারও এক সপ্তাহের জন্য নেওয়া লকডাউন কর্মসূচির আওতায় শিল্পকারখানাগুলো চালু থাকবে, তবে সব বিপণিবিতান বন্ধ থাকবে। আজ সোমবার কাজ ও চলাচলের ওপর নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্পকারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহনব্যবস্থায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে বিপণিবিতান ও দোকানগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে অনলাইনের মাধ্যমে কেনাবেচা চলবে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ৫ এপ্রিল থেকে যে বিধিনিষেধ আরোপ করা হয়, তাতে অনলাইনে কেনাবেচার বিষয়টি রাখা হয়েছিল। তবে এবারের বিধিনিষেধে অনলাইনে কেনাকাটার বিষয়ে কিছু বলা হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল নয়টা থেকে বিকেল তিনটার মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারা দেশে চলাচলে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা এখন চলমান।