Thank you for trying Sticky AMP!!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়

ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব এমটবের

টেলিযোগাযোগ খাতের করপোরেট কর ও ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ বা এমটব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটি এ দাবি জানিয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই প্রাক্‌-বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমটবের পক্ষ থেকে টেলিকম-সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ২১ দফা প্রস্তাব দেওয়া হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাক্‌-বাজেট আলোচনার বিষয়ে বিজ্ঞপ্তিতে এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, মোবাইল শিল্প খাতের সার্বিক প্রবৃদ্ধি অন্যান্য সব খাতের সার্বিক প্রবৃদ্ধির নির্ণায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ খাতের ওপর আরোপ করা বিবিধ কর দেশের অন্যান্য খাতের চেয়ে অনেক বেশি। এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও এ কর বেশি।

আগামী বাজেটকে সামনে রেখে এমটবের দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে—একই ব্যর্থতার কারণে দুবার কর আরোপ ও দ্বৈতকর পরিহার করা, সব সরকারি সংস্থার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্পষ্ট করা, করপোরেট করের কমানো বা যুক্তিযুক্ত পর্যায়ে রাখা, ন্যূনতম কর সমন্বয় করা, অসমন্বয়কৃত অঙ্ক জের হিসাবে টানা, সিমের ওপর ধার্য মূল্য সংযোজন কর বাদ দেওয়া, টেলিকম অপারেটরদের জন্য আলাদা এইচএস কোড চালু করা ইত্যাদি।