Thank you for trying Sticky AMP!!

বাজেটের দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি

বাজেট বিশ্লেষকদের সবচেয়ে প্রিয় সিনেমা সম্ভবত সার্জিও লিওনের দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। বাজেটের ভালো, মন্দ ও খুব খারাপ পর্যালোচনায় বারবারই ব্যবহার করা হয় এই সিনেমাকে
ফজলুল হক

ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ

ভালো

■ স্থানীয় শিল্প, বিশেষ করে লিফট, বাইসাইকেলসহ কয়েকটি খাতকে সুরক্ষা দেওয়ার উদ্যোগটি ইতিবাচক। এতে দেশীয় শিল্পের বিকাশ হবে।

■ সর্বজনীন পেনশন চালুর ঘোষণাটি উৎসাহব্যঞ্জক। তবে পেনশনপ্রাপ্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। সেটি দূর করার জন্য পদক্ষেপ লাগবে।

খারাপ

■ মূল্যস্ফীতি ৬ শতাংশে রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। কিন্তু মূল্যস্ফীতি কীভাবে এই জায়গায় রাখা হবে, সেই পদক্ষেপ নেই।

■ সরকারি ব্যয় বাড়ানো হয়েছে ১৫ শতাংশ। বর্তমান অর্থনৈতিক সংকটে এই ব্যয় বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবচেয়ে খারাপ

■ চলমান ডলার–সংকট থেকে উত্তরণের কোনো রূপরেখা বাজেটে নেই।

■ বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ২৭.৪ শতাংশে উন্নীত করার কথা বলেছেন অর্থমন্ত্রী। কিন্তু কীভাবে করবেন, তা বলেননি।

ফাহমিদা খাতুন

ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি

ভালো

■ ব্যক্তিশ্রেণিতে করমুক্ত আয়সীমা বাড়িয়ে এবারের বাজেট সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে। এটা বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তির হবে।

■ দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আগের উদ্যোগগুলো অব্যাহত রাখা হয়েছে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। দেশে উৎপাদিত পণ্যের দামও তুলনামূলক কম থাকবে।

খারাপ

■ রাজস্ব কাঠামোর দুর্বলতা রয়ে গেছে। বাস্তবতাবিবর্জিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বর্তমান প্রাতিষ্ঠানিক কাঠামোতে এ লক্ষ্য পূরণ করা সম্ভব নয়।

■ অর্থনীতির সূচকগুলো যে অনুমিতির ভিত্তিতে ধরা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। যেমন জিডিপির প্রবৃদ্ধি ৭.৫, মূল্যস্ফীতি ৬ ও বেসরকারি বিনিয়োগ ২৭.৪ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার বাস্তবতা নেই।

সবচেয়ে খারাপ

■ আয়কর রিটার্নের প্রমাণপত্র পেতে করদাতাকে ন্যূনতম দুই হাজার টাকা আয়কর দিতে হবে। এটি বৈষম্যমূলক। কারণ, সরকারি অনেক (৩৮টি) সেবা নিতে মানুষকে রিটার্ন জমা দিতে হয়। কিন্তু তাঁদের সবাই আয়করযোগ্য নন।

■ গত অর্থবছরে কালো টাকা সাদা করা নিয়ে বিভিন্ন সুযোগ ছিল। এবার ওই বিষয়ে কিছু বলা হয়নি। বিষয়টা স্পষ্ট না করা রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়।

আনিস এ খান

আনিস এ খান, সাবেক চেয়ারম্যান, এবিবি

ভালো

■ স্থানীয় প্রতিষ্ঠানকে সমর্থন দিতে আমদানিতে কর বাড়ানো বা আরোপ।

■ এই সময়ে গরিবদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ভালো উদ্যোগ।

খারাপ

■ এই খারাপ সময়ে করপোরেট কর ছাড় দেওয়া হয়নি। 

■ আবারও ব্যাংক খাত থেকে বাজেট ভর্তুকি মেটানোর উদ্যোগ।

সবচেয়ে খারাপ

■ পড়ালেখার অন্যতম অনুষঙ্গ কলমের ওপর কর আরোপ।

■ টিস্যু এখন বিলাসপণ্য নয়, এর ওপর কর বাড়ানো ঠিক হয়নি।

রিজওয়ান রাহমান

রিজওয়ান রাহমান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার

ভালো

■ স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ ইতিবাচক। সিদ্ধান্তটি দেশীয় শিল্পের বিকাশে সহায়ক হবে।

■ করপোরেট কোম্পানির উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের সংখ্যা ২৯টি থেকে কমিয়ে ১২টিতে নামিয়ে আনার পদক্ষেপটি প্রশংসনীয়।

খারাপ

■ করমুক্ত আয়সীমা মাত্র ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে। এটিকে কমপক্ষে ৫ লাখ টাকা করার দরকার ছিল।

■ কোম্পানির করপোরেট কর কমানো হয়নি। এতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

সবচেয়ে খারাপ

■ বাজেটের আকার, অর্থাৎ ব্যয় বাড়ানো হয়েছে। সে অনুযায়ী রাজস্ব বাড়ছে না। ফলে সরকারের ব্যাংকঋণ বাড়বে। এতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমবে।

■ উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ কষ্টে আছেন। অর্থমন্ত্রী কীভাবে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই।