Thank you for trying Sticky AMP!!

বিক্রি ১২ কোটি টাকা, ক্রয়াদেশ ১৯ কোটির 

এসএমই মেলার শেষ দিনে একটি স্টলে পণ্য দেখছেন একজন দর্শনার্থী। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দশম জাতীয় এসএমই পণ্য মেলা শেষ হলো। মেলায় এবার নগদ বিক্রি হয়েছে ১২ কোটি টাকার। আর মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ পেয়েছে আরও ১৯ কোটি টাকার।

১০ দিনব্যাপী গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) মেলা শেষে এই তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। এদিকে গতকাল মেলার শেষ দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাতে বিক্রেতাদের মুখেও ছিল হাসি।

এসএমই মেলার শেষ দিনে একটি স্টলে পণ্য তৈরি করে দেখাচ্ছেন একজন নারী উদ্যোক্তা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলছেন, মেলায় নগদ কেনাকাটার চেয়ে ব্র্যান্ডিং ভালো হয়। তাতে করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে বড় ক্রয়াদেশ পান তাঁরা। এবারের মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আবেদন মূল্যায়ন করে ঋণ বিতরণের ব্যবস্থাও করা হয়।

এদিকে মেলা আয়োজন নিয়ে উদ্যোক্তাদের মধ্যে একধরনের অসন্তুষ্টি দেখা গেছে। তাঁদের দাবি, মাসের শেষে মানুষের হাতে টাকা কম থাকে। মাসের শুরুর এক সপ্তাহ পরে মেলার আয়োজন দরকার।