Thank you for trying Sticky AMP!!

এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ইনকাম ট্যাক্সের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে

সহনশীল কর ও দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করের বোঝা সহনশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি তাঁরা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে দীর্ঘমেয়াদি করনীতি প্রণয়নে আহ্বান জানান।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ইনকাম ট্যাক্সের প্রথম সভায় ব্যবসায়ী নেতারা এ আহ্বান জানান। এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের পরিচালক তপন কুমার মজুমদার।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীরা যথাযথভাবে কর প্রদান করে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেই কর যেন ব্যবসায়ীদের জন্য বোঝা না হয়। অন্যথায় ব্যবসা-বাণিজ্য নিরুৎসাহিত হবে।

স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আগামী বাজেট থেকে উৎসে কর ও ন্যূনতম করের খাত ধাপে ধাপে কমিয়ে আনা; সরকারি ও বেসরকারি খাতে কর দায়ের অসমতা হ্রাস; আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে কর রিফান্ড করা; ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস প্রশাসনের মধ্যে সমন্বয় এবং অটোমেশন বাস্তবায়ন; এনবিআরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে শক্তিশালীকরণ এবং কর প্রদানকে উৎসাহিত করতে করদাতাদের যথাযথ মূল্যায়নসহ বেশ কিছু বিষয়ে সুপারিশ করেন।

এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ইনকাম ট্যাক্সের প্রথম সভায় ব্যবসায়ী নেতারা। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে

সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বর্তমানে ব্যবসায়ীদের রক্তক্ষরণের জায়গা। এসব নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে এফবিসিসিআই।

কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আমরাও চাই সরকারের রাজস্ব আয় বৃদ্ধি হোক। তবে সেটি যেন যৌক্তিক হয়। সেটি যেন ব্যবসায়ীদের আয় থেকে যায়, বোঝা না হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. মুনির হোসেন, পরিচালক আজিজুল হক, কাওসার আহমেদ, মো. আমির হোসেন নূরানী, সৈয়দ মো. বখতিয়ার, প্যানেল উপদেষ্টা স্নেহাশিস বড়ুয়া প্রমুখ।