Thank you for trying Sticky AMP!!

অস্বাভাবিক দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। গতকাল মঙ্গলবার কোম্পানিগুলোর কাছে শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিগুলো ডিএসইকে জানায় শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আজ বুধবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-দুলামিয়া কটন, ডমিনেজ স্টিল ও শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৯ আগস্ট দুলামিয়া কটনের শেয়ার দর ছিল ৫৪ টাকা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৮ টাকা ৫০ পয়সায় উঠেছে। একই সময়ের ব্যবধানে ডমিনেজ স্টিলের শেয়ার দর ২৯ টাকা ৯০ পয়সা থেকে ৩৮ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে এবং শেপার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা থেকে ২১ টাকা ৬০ পয়সায় উঠেছে।

কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।