Thank you for trying Sticky AMP!!

আধা ঘণ্টা হালনাগাদ তথ্য দেখা যায়নি ডিএসইর ওয়েবসাইটে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট ওয়েবসাইট কাজ করেনি। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন সকাল ১০টায় শুরু হয়। তবে ওয়েবসাইট কাজ না করায় সকাল সাড়ে ১০টা নাগাদ লেনদেনের কোনো হালনাগাদ তথ্য দেখতে পাননি বিনিয়োগকারীরা।

এতে ব্রোকারেজ হাউসের বাইরে থেকে যাঁরা ওয়েবসাইট দেখে লেনদেন কার্যক্রম চালান, তাঁরা বিপাকে পড়েন। পরে সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে নিয়মিত হালনাগাদ তথ্য দেখা যায়।

সকাল ১০টা ৫০ নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ৮৫ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৯২টির। অপরিবর্তিত আছে ৭১টির দর।

গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স কমে ৯ পয়েন্ট। মোট লেনদেন হয় ৫৮৫ কোটি ৩১ লাখ টাকার।

তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে লেনদেন কার্যক্রমের হালনাগাদ স্বাভাবিক ছিল। সিএসইর সার্বিক সূচক সকাল ১০টা ৫০ নাগাদ কমেছে ৭ পয়েন্ট।