Thank you for trying Sticky AMP!!

এক ঘণ্টায় সূচক বেড়েছে ১২০ পয়েন্ট

শেয়ারবাজার

সূচকের উত্থান অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২০ পয়েন্ট। অবস্থান করছে ৪ হাজার ৬৮৫ পয়েন্টে। এক ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ টাকা।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৮৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ৭৩০ কোটি ৫৭ লাখ টাকার। এ ছাড়া গত তিনে সূচকটি ১৭৯ পয়েন্ট বাড়ে। আজও উত্থানের ধারা অব্যাহত আছে।

প্রথম এক ঘণ্টায় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৩টির, কমেছে ১৭টির। অপরিবর্তিত আছে ২৪টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম এক ঘণ্টার লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫৩ পয়েন্ট।