Thank you for trying Sticky AMP!!

করোনার ওষুধ আনার খবরে চাঙা বেক্সিমকো ফার্মার শেয়ার

পুঁজিবাজারে বাড়ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর। আজ বুধবার লেনদেনের শুরু থেকে এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং বেলা ১২টা নাগাদ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৮২ শতাংশ। লেনদেন হচ্ছে ২২৯ টাকা ৭০ পয়সায়।

এ সময় পর্যন্ত কোম্পানিটির ৫ লাখ ৬১ হাজার ৫৮২টি শেয়ারের হাতবদল হয়েছে।

গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ২২৩ টাকা ৪০ পয়সা।

গত ৪ নভেম্বর যুক্তরাজ্য করোনা চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়ার পরপরই বাংলাদেশের বাজারে ওষুধটি আনার উদ্যোগ নেয় এসকেএফ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ কয়েকটি প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করে তারা। পরে এসকেএফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে মলনুপিরাভির ওষুধটি জরুরি ভিত্তিতে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়। আর এর প্রভাব দেখা যাচ্ছে কোম্পানিটির শেয়ারের দরে। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশে আনে বেক্সিমকো ফার্মা।

Also Read: মলনুপিরাভির বাজারজাত শুরু করেছে এসকেএফ

এ দিকে শেয়ারবাজারে আজ সকাল থেকে সূচকের একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০০ পয়েন্ট।