Thank you for trying Sticky AMP!!

করোনার টিকা নিয়ে অক্সফোর্ডের সুখবরে চাঙা এশিয়ার বাজার

এশিয়ার শেয়ারবাজার ইতিবাচক, বেড়েছে বেশির ভাগ সূচক। ছবি: রয়টার্স

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিকভাবে ইতিবাচক ফল পাওয়ার ঘটনায় ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে। এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও ছিল স্থিতাবস্থা। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার জাপানের নিকেই সূচক বেড়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে প্রায় এক শতাংশ, অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক এএসএক্স ২০০ তাদের পুঁজিবাজারে শূন্য দশমিক ৭ শতাংশ সূচক যোগ করেছে।

এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ওয়ালস্ট্রিটে বেশ শক্ত অবস্থান দেখা যায় প্রযুক্তি খাতের শেয়ারগুলোর। নাসডাক সূচক বেড়েছে আড়াই শতাংশ। আমাজনের শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ। ২০১৮ সালের ডিসেম্বরের পর যা সর্বোচ্চ বৃদ্ধি। বেড়েছে আইবিএমের দরও।

এএনজেডের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ফ্যালিসিটি এমেট বলেন, ভ্যাকসিন নিয়ে একটি আশাবাদ তৈরি হওয়ার কারণে বৈশ্বিক শেয়ারবাজার ইতিবাচক প্রবণতা দিয়ে সপ্তাহ শুরু করেছে।

কেবল অক্সফোর্ড নয়, ফাইজার এবং বায়োএনটেকও যৌথভাবে করোনা ভাইরাসের টিকা নিয়ে ইতিবাচক তথ্য জানিয়েছে। গত বছরের শেষ দিকে চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বের ১ কোটি ৪৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৮ হাজারের বেশি মানুষ।

শুক্রবার থেকে ব্রাসেলসে আলোচনায় বসেছেন ইউরোপের নেতারা। গতকাল সোমবার পর্যন্ত অর্থনৈতিক পুনরুদ্ধারের তহবিল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা।