Thank you for trying Sticky AMP!!

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বন্ধ রয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস বেলা ১১টা ৯ মিনিট থেকে ডিএসইতে লেনদেন বন্ধ রয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে যে সময় পর্যস্ত লেনদেন হয়েছে সে সময় পর্যন্ত সূচক উত্থানেই ছিল। ডিএসইএক্স সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

ত্রুটি সারাতে কাজ চলছে। সমস্যার সমাধান হয়ে গেলে পুনরায় লেনদেন শুরু হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকলেও দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে।