Thank you for trying Sticky AMP!!

কেডিএস অ্যাকসেসরিজ কার্টন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাকসেসরিজ কারখানার নির্মাণকাজ এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ২৪ অক্টোবর কোম্পানিটি কার্টনের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পর যা উৎপাদন করছে তার থেকে অতিরিক্ত ৩০ লাখ পিস বা ১৫ শতাংশ কার্টন উৎপাদন বাড়বে। এর ফলে কোম্পানিটির মাসে অতিরিক্ত বিক্রয় রাজস্ব হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আর বছর শেষে রাজস্ব দাঁড়াবে ২৫ কোটি টাকা।

কোম্পানিটি ২০২০ সালের ১৪ অক্টোবর এই প্রকল্পে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগের খবর জানিয়েছিল।