Thank you for trying Sticky AMP!!

বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ পয়সা এবং এনএভিপিএস ছিল ১২ টাকা ৬৪ পয়সা।

রবি আজিয়াটার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এদিকে আজ ডিএসইতে কমতে দেখা যাচ্ছে রবির শেয়ারের দর।